তুরিনের ওল্ড লেডিদের সঙ্গে তিন বছরের চুক্তির শেষ বছরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটি, পিএসজি ও সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন উঠেছিল তার। তবে বর্তমান জুভেন্টাসের তারকা ক্লাব ছাড়ার🧸 এ গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। ক্লাব ছাড়ার গুঞ্জনকে ‘ফালতু&rsq𓆏uo; ও ‘অসম্মানজনক’ বলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্ত𝔍ি মঙ্গলবার টুইটারে বলেছেন যে, তিনি রোনালদোকে দলে আনার কথা কখনও ভাবেননি।
ইনস্টাগ্রামে পোস্টে রোনালদো লেখেন, “আমাকে যিনি চেনেন আশা করি তিনি আমার সম্পর্কে জানেন যে আমি আমার কাজের প্রতি কতটা মনোযোগী ও সচেতন। ক্যারিয়ারের শুরু থেকেই আমার নীতি হচ্ছে কথা কম বলা ও বেশি পরিশ্রম করা। সম্প্রতি যা বলা ও লেখা হয়েছ🃏ে সে বিষয়ে আমাকে আমার অবস্থান সম্পর্কে নিশ্চিত করতে হবে। একজন মানুষ এবং খেলোয়াড় হিসেবে আমার জন্য এ বিষয়টা অসম্মানের চেয়েও বেশি। আমার ভবিষ্যৎ নিয়ে যেভাবে মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে তা এই গুজবের সঙ্গে জড়িত সব ক্লাব, তাদের খেলোয়াড় এবং কর্মীদের প্রতি অসম্মানজনক।”
৩৬ বছর বয়সী রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ৯ বছরে ৪৫০ গোল করেছেন। স্প্যানিশ জায়ান্টদের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ ও দুইটি লা লিগা শিরোপা জিতেছিলেন তিনি। মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে রোনালদো বলেন, “রিয়াল মাদ্রিদে🍒 আমার গল্প লেখা শেষ হয়েছে। এটা রেকর্ড করা হয়েছে। ট্রফি ও শিরোনাম ও রেকর্ডে এটি বার্নাব্যু স্টেডিয়ামের জাদুঘরে এবং এটি ক্লাবের প্রতিটি ভক্তে𓄧র মনেও রয়েছে। আমি যা অর্জন করেছি তার বাইরে আমার মনে আছে যে সেই নয় বছরে তাদের প্রতি আমার গভীর স্নেহ এবং শ্রদ্ধার সম্পর্ক ছিল। একটি সম্মান ও শ্রদ্ধা যা আমি আজ অবধি ধরে রেখেছি এবং আমি সর্বদা এটি লালন করব। আমি জানি যে সত্যিকারের রিয়াল মাদ্রিদ ভক্তরা তাদের হৃদয়ে আমাকে রাখবে এবং আমি ভবিষ্যতেও তাদের আমার মধ্যে রাখব।”
দলবদলের গুঞ্জনের বিষয়ে রোনালদো বলেন, “স্পেনের এই সাম্প্রতিক অধ্যায়ের পাশাপাশি বিভিন্ন লিগের আরও বেশ কিছু ক্লাবের সঙ্গে আমাকে জড়িয়ে ক্রমাগত খব🦂র ও গল্প প্রকাশিত হয়েছে। কিন্তু আসল সত্যটি কেউ খুঁজে বের করার চেষ্টা নিয়ে ꦦকারও কোন মাথাব্যথা ছিল না।”
“আমি আমার নীরবতা ভাঙছি কারণ, আমি মানুষকে আমার নাম নিয়ে খেলা চালিয়ে যেতে দিতে পারি না। আমি আমার ক্যারিয়ার এবং আমার কাজে মনোনিবেশ করছি। আমাকে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার জন্য আমি প্রস্তুত। বাকি সবকিছু? বাকি সবকিছু শুধু গুঞ্জন।&rdq🌳uo;
উদিনেসের বিপক্ষে শনিবার মাঠে নামবে 🌠রোনালꦍদোর জুভেন্টাস।